ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রণবীরকে প্রাক্তন প্রেমিকাদের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৫ এপ্রিল ২০২২   আপডেট: ১৪:২৯, ১৫ এপ্রিল ২০২২
রণবীরকে প্রাক্তন প্রেমিকাদের শুভেচ্ছা

বিয়ে করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাটকেই জীবনসঙ্গী করলেন তিনি। রণবীর-আলিয়ার বিয়ের পর এই জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন তার বন্ধু ও সহকর্মীরা। এই তালিকায় রণবীরের প্রাক্তন প্রেমিকারাও রয়েছেন।

রণবীর কাপুরকে বলা হয় বলিউডের ‘ক্যাসানোভা’। আলিয়ার আগে অভিনেত্রী সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, মাহিরা খানের সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে শেষ পর্যন্ত কারো সঙ্গেই এই অভিনেতার সম্পর্কটা স্থায়ী হয়নি।

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রায় সাত বছর প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে রণবীর ও আলিয়ার ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, ‘দুইজনকেই অভিনন্দন। ভালোবাসা ও আনন্দ বর্ষিত হোক।’

আরো পড়ুন:

ক্যাটরিনার আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক ছিল। শুরুতে এটি নিয়ে বেশি কিছু না বললেও পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে তারা সেটি স্বীকার করেছেন। তবে ব্রেকআপ হলেও তাদের মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রণবীরকে শুভেচ্ছা জানিয়ে দীপিকা লিখেছেন, ‘দুইজনই আজীবন ভালোবাসা ও হাসি র মধ্যে থাকো এই কামনা করছি।’

রণবীরের প্রথম সিনেমার নায়িকা ছিলেন সোনম। ‘সাওয়ারিয়া’ সিনেমা মুক্তির সময় তাদের প্রেমের গুঞ্জনও চাউর হয়। সোনম তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘দুইজনকেই অভিনন্দন।’

এছাড়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর-আলিয়ার ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াও, দু’জনকে অভিনন্দন।’

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়ে যায় বলেও গুঞ্জন চাউর হয়। সব বাধা কাটিয়ে গতকাল (১৪ এপ্রিল) সাতপাকে বাঁধা পড়েন এই আলোচিত প্রেমিক যুগল।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়