ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

২ দিনে ‘কেজিএফ-টু’র আয় ৩০০ কোটি রুপি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৬ এপ্রিল ২০২২   আপডেট: ১৬:৪৫, ১৬ এপ্রিল ২০২২
২ দিনে ‘কেজিএফ-টু’র আয় ৩০০ কোটি রুপি

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘রকিং স্টার’খ্যাত অভিনেতা যশ অভিনীত সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ-টু’। মাত্র দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩০০ কোটি রুপি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মুক্তি পেয়েছে ‘কেজিএফ-চ্যাপটার টু’। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানান, মুক্তির দিনে শুধু হিন্দি বক্স অফিসে ৫৩.৯৫ কোটি রুপি আয় করেছে এই সিনেমা। দ্বিতীয় দিনে এটি আরো ৪৬.৭৯ কোটি রুপি যোগ করেছে। অর্থাৎ দুই দিনে শুধু হিন্দি বক্স অফিসে সিনেমাটির আয় হয়েছে ১০০.৭৪ কোটি রুপি।

এর আগে প্রথম দিনে ‘কেজিএফ-চ্যাপটার টু’ আয় করে ১৩৪.৩৬ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী দুই দিনে সিনেমাটির আয় ৩০০ কোটি রুপি বলে জানান রমেশ বালা।

আরো পড়ুন:

২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’। ভারতে ২ হাজার ৪৬০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি। এর মধ্যে ১ হাজার ৫০০ পর্দায় হিন্দিতে, ৪০০ পর্দায় কন্নড় ভাষায়, তেলেগু ভাষায় ৪০০ পর্দায়, তামিল ভাষায় ১০০ পর্দায় এবং ৬০ পর্দায় মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পায়। বিশ্ব্যব্যাপী আড়াই শ কোটি রুপির উপরে আয় করে ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণে সিনেমাটির আয় ছিল ৪০ কোটি রুপির বেশি।

যশ ছাড়াও ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন- শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ- টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়