ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাগা চৈতন্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৭ এপ্রিল ২০২২  
দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাগা চৈতন্য

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। গত বছর অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আবারও বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাগা। খুব শিগগির বিয়ে করতে চাইছেন এই অভিনেতা। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী দিব্যংশা কৌশিকের সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে এবার তিনি কোনো অভিনেত্রীকে বিয়ে করবেন না বলে জানা গেছে।

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমায় নাগা চৈতন্যের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সামান্থা। এই সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর ২ অক্টোবর ডিভোর্সের ঘোষণা দেন সামন্থা ও নাগা চৈতন্য।

আরো পড়ুন:

/মারুফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়