ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

সাইফপুত্রের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পলক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২১ এপ্রিল ২০২২   আপডেট: ১১:০০, ২১ এপ্রিল ২০২২
সাইফপুত্রের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পলক

ভারতের টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। মিউজিক ভিডিও দিয়ে অনেকের মন জয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনেক অনুসারীও রয়েছে।

সাইফপুত্র ইব্রাহিম আলী খানের সঙ্গে পলক তিওয়ারির প্রেমের গুঞ্জন উড়ছে। তবে তিনি জানিয়েছেন, তারা শুধুই বন্ধু। পলক বলেন, ‘এটি শুধুই বন্ধুত্ব। এগুলো সবই অনুমান করে বলা তাই এটি নিয়ে মাথা ঘামাই না। আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম এবং তখন ছবি তোলা হয়েছে। এতটুকুই। আর আমাদের সঙ্গে অনেকেই ছিল। শুধু আমরা ছিলাম তা নয়, কিন্তু ছবিটি সেভাবে তোলা হয়েছে। এই ধরনের খবর মানুষ পছন্দ করে। এ পর্যন্তই।’

ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। সে খুব চমৎকার মানুষ। এতটুকুই। আমরা মাঝে মাঝে কথা বলি এ পর্যন্তই।’

আরো পড়ুন:

গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ইব্রাহিমের সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন পলক। এই সময় ফটোসাংবাকিকদের দেখে মুখ লুকিয়ে ফেলেন তিনি। এ নিয়ে পলক তিওয়ারি বলেন, ‘মাকে মিথ্যা বলেছিলাম যে, আমি বাড়ির দিকে রওনা হয়েছি কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম রয়েছে। ওই সময় আমার ছবি তোলায় মুখ ঢেকেছিলাম। কারণ এই ছবিগুলো দেখেই মা আমার খবর রাখেন। ছবিগুলো দেখলে তিনি আমাকে মিথ্যাবাদী মনে করতেন।’

‘রোজি- দ্য স্যাফ্রন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন পলক তিওয়ারি। হরর-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন বিশাল মিশ্রা।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়