ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

‘কেজিএফ’ ঝড়ের মধ্যে কত আয় করলো শহিদের ‘জার্সি’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৩ এপ্রিল ২০২২   আপডেট: ১৩:৩১, ২৩ এপ্রিল ২০২২
‘কেজিএফ’ ঝড়ের মধ্যে কত আয় করলো শহিদের ‘জার্সি’?

বক্স অফিসে এখনো ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার ঝড় চলছে। এরই মধ্যে শুক্রবার (২২ এপ্রিল) মুক্তি পেয়েছে শহিদ কাপুর অভিনীত ‘জার্সি’।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিন মাত্র ৪ কোটি রুপি আয় করেছে এই সিনেমা। তবে দ্বিতীয় দিনে আয় আরো বাড়তে বলে জানিয়েছেন বক্স অফিসে বিশ্লেষকরা। বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সিনেমায় শহিদ ও ম্রুণাল ঠাকুরের অভিনয় ঠিকই দর্শকের মন কেড়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, গত ১৪ এপ্রিল মুক্তি পেলেও ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার সাফল্য অব্যাহত রয়েছে। বক্স অফিস সিনেমাটির ঝড় চলছেই। খুব শিগগির আট শ কোটি রুপি আয়ের সিনেমার তালিকায় নাম লেখাতে চলেছে ‘কেজিএফ: চ্যাপটার টু’।

আরো পড়ুন:

২০১৯ সালে মুক্তি পেয়েছিল গৌতম তিন্নানুড়ি পরিচালিত তেলুগু সিনেমা ‘জার্সি’। এর মুখ্য চরিত্রে অভিনয় করেন তারকা অভিনেতা নানি। সেই সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করেছেন শহিদ কাপুর। ২০২০ সালের ২৮ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। পরে ২০২১ সালের ৫ নভেম্বর নতুন মুক্তির দিন ধার্য করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তাও পিছিয়ে যায়। গত বছরের ডিসেম্বরে আবারো করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমাটির মুক্তি পেছানো হয়। এখানেই শেষ নয়, ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার সঙ্গে গত ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি এক সপ্তাহ পিছিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়