ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সিদ্ধার্থ-কিয়ারার ব্রেকআপ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২৩ এপ্রিল ২০২২   আপডেট: ১৪:৫২, ২৩ এপ্রিল ২০২২
সিদ্ধার্থ-কিয়ারার ব্রেকআপ?

বলিউডের আলোচিত জুটির মধ্যে একটি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি। অনেকদিন থেকেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে, সম্পর্কের ইতি টেনেছেন তারা।

এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র বলিউডলাইফ ডটকমে বলেছেন, ‘সিদ্ধার্থ ও কিয়ারা সম্পর্কের ইতি টেনেছেন। তারা পরস্পরের সঙ্গে দেখাও করছেন না। কী কারণে তারা আলাদা হয়েছেন সেটি তারাই ভালো বলতে পারবেন। তবে তাদের ব্রেকআপটা সত্যিই দুঃখজনক।’

সূত্রটি আরো বলেন, ‘সিদ্ধার্থ ও কিয়ারার সম্পর্ক খুবই ভালো ছিল। একটা সময় সবাই ভেবেছিল— বিয়েও করবেন তারা। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা হয়তো অন্য ছিল। আমরা ভেবে পাচ্ছি না তাদের মধ্যে কী হয়েছে। আশা করবো তারা যেন সমস্যা মিটিয়ে ফেলে।’

আরো পড়ুন:

‘শেরশাহ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। প্রায়ই পরস্পরের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন। তবে সম্প্রতি, একটি পুরস্কারের মঞ্চে কৃতি স্যাননের গাউন সামলাতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। কিয়ারার ধারেপাশেও ছিলেন না তিনি। জল্পনা শুরু তখন থেকেই। অনেকেই ধারণা করছেন, এই ঘটনা থেকেই হয়তো সিদ্ধার্থ-কিয়ারার মনোমালিন্যের শুরু।

সিদ্ধার্থ-কিয়ারার প্রেম নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হলেও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন এই জুটি। তবে তাদের প্রেম কাহিনি বলিপাড়ায় ওপেন সিক্রেট ছিল। একসঙ্গে লাঞ্চ ডেটে, একে অপরের বাড়িতে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ সবই করেছেন তারা।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়