ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

যেভাবে কাটছে বরুণের জন্মদিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৪ এপ্রিল ২০২২   আপডেট: ১৪:৩৭, ২৪ এপ্রিল ২০২২
যেভাবে কাটছে বরুণের জন্মদিন

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ২৪ এপ্রিল এই অভিনেতার জন্মদিন। ৩৫ বছর পূর্ণ হলো তার।

বর্তমানে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমার শুটিং করছেন বরুণ। বিশেষ দিনটি শুটিং সেটেই কাটছে তার। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বরুণ। এতে দেখা যাচ্ছে, তার ভ্যানিটি ভ্যান হলুদ ও নীল বেলুন দিয়ে সাজানো। এর মাঝে দাঁড়িয়ে ‘বাদলাপুর’ অভিনেতা।

ছবির ক্যাপশনে বরুণ ধাওয়ান লিখেছেন, ‘আমার বয়স ১৬ নয়। তবে জন্মদিনে কাজ করতে পেরে খুশি। শেষ দুই জন্মদিন বাড়িতে কেটেছে,  তবে এবার শুটিং সেটে থাকতে পেরে অসাধারণ লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটায় বাওয়াল সিনেমার সেটে নিতেশ তিওয়ারির কাছে রিপোর্ট করেছি।’

আরো পড়ুন:

বর্তমানে ভারতের উত্তর প্রদেশের কানপুরে ‘বাওয়াল’ সিনেমার শুটিং করছেন বরুণ ধাওয়ান। সিনেমাটিতে এই অভিনেতার সঙ্গে আছেন জানভি কাপুর।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়