ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পোশাক নিয়ে ফের কটাক্ষের শিকার নুসরাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ৪ মে ২০২২   আপডেট: ২১:৪৭, ৪ মে ২০২২
পোশাক নিয়ে ফের কটাক্ষের শিকার নুসরাত

টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বর্তমানে চলচ্চিত্রের তুলনায় ব্যক্তি জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে পোশাক নিয়ে প্রায়ই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে দেখা যাচ্ছে তাকে। তবে ঈদের দিনও পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য শুনতে হবে তাকে, তা বোধহয় ঘুনাক্ষরেও ভাবেননি নুসরাত।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঈদের দিন হাসিমুখে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তৃণমূলের এই তারকা সাংসদ। ১৯ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় নুসরত বলেছিলেন, ‘আমার পক্ষে থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি সর্বশক্তিমান আপনার এবং আপনার পরিবারের ওপর সদা কৃপাদৃষ্টি বজায় রাখবেন। সকল পরিবারের জন্য সৃষ্টিকর্তা আনন্দ আর সমৃদ্ধির দরজা খুলে দিন।’

আরো পড়ুন:

কিন্তু নুসরতের এই পোস্ট ঘিরে সমালোচনার ঝড় উঠে নেট দুনিয়ায়। শুরুতেই নুসরাতের পোশাক দেখে ভ্রু কুঁচকেছেন নেটিজেনদের একাংশ। কেন কাঁধ কাটা সালোয়ার কামিজে বুকের ট্যাটু উন্মুক্ত রেখে ঈদের শুভেচ্ছা জানাবেন সাংসদ? প্রশ্ন সমালোচকদের।

একজন নুসরাতের পোস্টে সরাসরি লিখেছেন, ‘ভোটের প্রচারে অংশ নিতে সালোয়ার...আর ঈদের শুভেচ্ছা জানাতে হলে স্তনের ওপর ট্যাটু দেখাতেই হবে।’ নুসরাতের সাজকে অনেকেই ‘অর্ধনগ্ন’ বলে কটাক্ষ করেছেন। একজন জিজ্ঞাসা করেন, ‘তুমি হিন্দু না মুসলিম?’

এছাড়া ইংরেজিতে ভাষায় ঈদের শুভেচ্ছা জানানোর কারণেও ট্রোলড হোন এই নায়িকা। অনেকেই লিখেছেন, ‘বাংলা জানো না বুঝি?’

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়া নুসরাতের কাছে নতুন কিছু নয়। আর এসব পাত্তাও দেন না তিনি। একাধিকবার বলেছেনও যে, অসুস্থ রুচির মানসিকতাকে তিনি কখনো পাত্তা দেন না।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়