ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

মারা গেলেন কেজিএফ অভিনেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৭ মে ২০২২   আপডেট: ১৬:০৪, ৭ মে ২০২২
মারা গেলেন কেজিএফ অভিনেতা

মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে কেজিএফ সিনেমা। এবার আলোচনায় এসেছে ভিন্ন এক কারণে। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা মোহন জুনেজা মারা গেছেন। 

শনিবার (৭ মে) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মোহন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা।

আরো পড়ুন:

মোহন জুনেজা কন্নড় সিনেমার জনপ্রিয় একজন কমেডি অভিনেতা। পার্শ্বচরিত্রে তিনি শতাধিক সিনেমায় কাজ করেছেন। চলতি বছর কেজিএফ-টু সিনেমায় তার চরিত্রটি ভারতজুড়ে তাকে পরিচিতি এনে দেয়।

কেজিএফ-টু সিনেমার একটি দৃশ্যে নায়ক রকির সম্পর্কে তথ্য জানতে এক সাংবাদিক আসেন মোহনের কাছে। তিনিই রকির সম্পর্কে তথ্যগুলো দেন। মোহনের একটি সংলাপ রয়েছে, ‘গ্যাং নিয়ে আসলে তাকে গ্যাংস্টার বলে। কিন্তু ও একা আসে, ও হচ্ছে মনস্টার।’ এটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

মোহন জুনেজার মৃত্যুতে ‘কেজিএফ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তাতে লেখা আছে, ‘কন্নড় বিখ্যাত কমেডিয়ান মোহন জুনেজার আত্মার শান্তি কামনা করি। আমাদের ‘কেজিএফ’ ফিল্ম টিমের সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক আমরা ভুলতে পারি না। অভিনেতা মোহন জুনেজার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। তিনি কন্নড় চলচ্চিত্র এবং আমাদের কেজিএফ পরিবারের অন্যতম পরিচিত মুখ ছিলেন।’

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়