ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

সমালোচনার মুখে সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১০ মে ২০২২   আপডেট: ১৩:০৪, ১০ মে ২০২২
সমালোচনার মুখে সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম (ভিডিও)

রেস্তোরাঁ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। গাড়িতে বসার পর সুবিধাবঞ্চিত এক নারী ছোট্ট সন্তানকে কোলে নিয়ে গাড়ির দরজা ধরে তার কাছে সাহায্য চায়।

গাড়ির দরজা বন্ধ না করতে পারায় ইব্রাহিমের চোখে মুখে খানিকটা বিরক্তির রেখা দেখা যায়। এদিকে ওই নারী বারবার বলতে থাকেন, আপনি সাইফ আলী খানের ছেলে, কয়টা পয়সা দিয়ে যান। এক পর্যায়ে টাকাপয়সা না দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন ইব্রাহিম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

সুবিধাবঞ্চিত নারীটিকে অর্থ সাহায্য না করা ও বিরক্ত প্রকাশ করায় বিষয়টি নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছেন ইব্রাহিম। তার মতো তারকা সন্তানের এমন ব্যবহার মোটেও সমীচীন নয় বলে মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ইব্রাহিমকে কখনো এমন চেহারায় দেখি নাই। তিনি সবসময়েই হাসি মুখে থাকেন।’ আরেকজন লিখেছেন, ‘কয়েকটি পয়সা তো দিতে পারতে। কেন এমন রূঢ় আচরণ করলেন?’

আরো পড়ুন:

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ইব্রাহিম একজন তারকা সন্তান। তা উল্লেখ করে একজন লিখেছেন, ‘জানি না মানুষ কেন এই ধরণের তারকা সন্তানের ভক্ত হয়। তারা অনেক ধনী। কিন্তু ১০ রুপিও দিতে পারলো না?’ আবার কেউ কেউ বলছেন, এখন মানুষ ক্যাশ সঙ্গে রাখে না। এজন্য হয়তো ইব্রাহিম কোনো অর্থ সাহার্য করতে পারেননি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়