ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

‘তারিক স্যারের মতো শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতে বিরল’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১০ মে ২০২২  
‘তারিক স্যারের মতো শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতে বিরল’

‘তারিক স্যারের মতো শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতে বিরল। তিনি একইসঙ্গে নিজের অভিনয় এবং টিমের পারফরম্যান্স—দুই দিকেই খেয়াল রাখেন। দুটোকেই ওপরের দিকে টেনে তোলেন। তার জন্মদিনে তাকে শুভকামনা জানানো তো খুবই সাধারণ বিষয়। তবে মন থেকে তার জন্য প্রার্থনা, মন থেকে তার জন্য ভালোবাসা। তারিক স্যারের মতো একজন আর্টিস্টের সান্নিধ্য পেয়ে, তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমরা তাকে মন থেকে ভালোবাসি’—কথাগুলো এভাবেই বলেন সময়ের ব্যস্ততম চিত্রনায়ক সিয়াম আহমেদ।

মঙ্গলবার (১০ মে) বরেণ্য অভিনেতা তারিক আনাম খানের জন্মদিন। আজ সত্তরে পা দিলেন এই শিল্পী। বিশেষ এই দিনে প্রিয় শিল্পীকে ভালোবাসা জানাতে গিয়ে এসব কথা বলেন সিয়াম।

তারিক আনাম খানের সঙ্গে প্রথম পরিচয়ের কথা উল্লেখ করে সিয়াম বলেন, ‘‘তারিক আনাম খান স্যারের সঙ্গে আমার সম্পর্কের শুরু একটা নাটক করতে গিয়ে। নাটকটির নাম ছিল ‘পথ জানা নেই’। সেখানে তারিক স্যার ছিলেন, রিচি সোলায়মান আপু ছিলেন। একটা নাটক করেই একজন মানুষের খুব কাছাকাছি আসা যায় না। কিন্তু একজন অভিনেতা হিসেবে আরেকজন অভিনেতার প্রতি তারিক স্যারের যে সম্মান, অধিকারবোধ এবং নিজের কাজের প্রতি যে যত্ন, সেগুলো চোখে পড়েছে তখনই। তার মধ্যে শেখার এবং শেখানোর ইচ্ছেটা প্রবল—এটুকু বুঝতে পেরেছিলাম।’’

আরো পড়ুন:

‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় সিয়াম আহমেদের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এ সিনেমার কাজ করতে গিয়ে নতুনভাবে তাকে আবিষ্কার করেন তিনি। সিয়াম বলেন, ‘‘তারিক স্যারকে নতুনভাবে আবিস্কার করি ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুটিংয়ের সময়। স্ক্রিপ্ট রিডিংয়ের সময় থেকেই প্রতিদিন সম্পর্কটা একটু একটু করে ঘনিষ্ঠ হয়েছে। ওই সেটে উনি ছিলেন আমার শিক্ষক। অভিনয়ের এ-বি-সি-ডি অনেক কিছুই তার কাছে শিখেছি। টিমের জন্য কীভাবে নিজের সর্বোচ্চটা ঢেলে দিয়ে কাজ করা যায়, কীভাবে টিমকে সামনের দিকে এগিয়ে নেয়া যায়, তা শিখেছি তারিক স্যারের কাছে। শুটিংয়ের সেটে উনার থাকা মানেই একজন অভিভাবকের উপস্থিতি, এই বিষয়টা বারবার অনুভব করেছি।’’

‘সিনেমার শুটিং শেষ হতে হতে তার সঙ্গে আমার সম্পর্কটা অন্য জায়গায় চলে গেলো। অন্যভাবে আমি তাকে চিনতে শুরু করলাম। উনি যখন আমাকে ফোন দেন বা সামনাসামনি কিছু বলেন, একটা অধিকারবোধ নিয়ে বলেন। কারণ আমি তার ছেলে। তার সেই ছোট আশফাক মৃধা (মৃধা বনাম মৃধা সিনেমার চরিত্র)। আমি যখন উনাকে কিছু একটা বলি, তখনো আমার মাথায় থাকে যে উনি আশরাফ মৃধা, উনি আমার বাবা৷ এই সম্পর্কটা অনেক সুন্দর, অনেক মধুর।’ বলেন সিয়াম।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়