ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আরেক নায়িকার প্রেমে মজেছেন নুসরাতের প্রাক্তন স্বামী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৩ মে ২০২২   আপডেট: ১২:৩২, ২৩ মে ২০২২
আরেক নায়িকার প্রেমে মজেছেন নুসরাতের প্রাক্তন স্বামী?

নুসরাতের সঙ্গে নিখিল, সৌরসেনী মিত্র (বাঁ থেকে)

ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈন। তাদের এ সম্পর্ক এখন অতীত। এবার গুঞ্জন উড়ছে, টলিউডের আরেক নায়িকা সৌরসেনী মিত্রর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নিখিল।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইদানীং নিখিল-সৌরসেনীকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। এই মুহূর্তে সৌরসেনী লন্ডনে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। গত ৪ মে থেকে এ নায়িকা তার ইনস্টাগ্রামে নিয়মিত সেখানকার ছবি দিচ্ছেন। নিখিলও নাকি সেখানে পৌঁছে গিয়েছেন।

নিখিলের ইনস্টাগ্রাম স্টোরি ঘেঁটে দেখা যায়, বেশ খুশ মেজাজে রয়েছেন নিখিল। নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, কারো হাসি তার নতুন অনুপ্রেরণা। ইনস্টাগ্রাম বলছে, পাঁচ দিন আগেও তাকে তার ভাইয়ের বিয়েতে দেখা গিয়েছে। তার পরই কি লন্ডনে উড়ে গিয়েছেন নিখিল? যদিও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরো পড়ুন:

উল্লেখ, এর আগে রাইমা-নিখিল-ত্রিধাকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জনের হাওয়া জোরালো হয়েছিল। যদিও সময়ের সঙ্গে এ গুঞ্জনের পালের হাওয়া কমতে থাকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়