ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

করনের হাত ধরে বলিউডে সাইফ পুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২৯ মে ২০২২  
করনের হাত ধরে বলিউডে সাইফ পুত্র

বলিউডের প্রভাবশালী পরিচালক-প্রযোজক করন জোহর। তার হাত ধরে বলিউডের অনেক তারকা সন্তান চলচ্চিত্রে পা রেখেছেন। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, মালায়ালাম ভাষার ব্যবসাসফল সিনেমা ‘হৃদয়াম’। গত বছর মুক্তি পায় সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মোহনলালের পুত্র প্রণব মোহনলাল। হিন্দি ভাষায় সিনেমাটির রিমেক করছেন করন জোহর ও ফক্স-স্টার স্টুডিওস। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ-অমৃতা দম্পতির পুত্র ইব্রাহিম আলী খানের।  

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন—‘বেশ কিছু দিন ধরেই ইব্রাহিমের জন্য ভালো একটি সিনেমা খুঁজছিলেন করন জোহর। বলিউডে পা রাখার জন্য ইব্রাহিমের এটি সেরা প্রজেক্ট।’  

আরো পড়ুন:

সাইফ আলী খানের কন্যা সারা আলী খানেরও করন জোহরের হাত ধরে বলিউডে পা রাখার কথা ছিল। কিন্তু প্রজেক্টটি নানা করণে বিলম্বিত হয়। সর্বশেষ অভিষেক পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়