মুক্তিতে বাধা নেই অনন্ত’র শত কোটির সিনেমা
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। সম্প্রতি তিনি বিগ বাজেটে ‘দিন: দ্য ডে’ সিনেমার নির্মাণ কাজ শেষ করেন। এই নায়ক দাবি করেছেন, সিনেমার বাজেট ১০০ কোটি টাকা। আলোচিত সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তির অনুমতি পাওয়ায় খুশি অনন্ত জলিল। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন। আনকাট সনদও পেলাম। কোরবানির ঈদেই ছবিটি মুক্তি দেবো।’
বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এ ছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেইলার ও মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে।
ঢাকা/রাহাত