ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

প্রেমের গুঞ্জনে নায়িকা বললেন, হোটেল বুকিং-টিকিটও দেখাতে পারি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১৫ জুন ২০২২   আপডেট: ০২:৪৮, ১৬ জুন ২০২২
প্রেমের গুঞ্জনে নায়িকা বললেন, হোটেল বুকিং-টিকিটও দেখাতে পারি

টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে আলাদা হওয়ার পর বেশ কয়েকজন নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নিখিলের। এর মধ্যে অন্যতম ঊষসী রায়। টলিপাড়ায় জোর গুঞ্জন, চুটিয়ে প্রেম করছেন নিখিল-ঊষসী। গুঞ্জনের হাওয়া বেশ কিছু দিন ধরে উড়লেও এতদিন কেউ-ই মুখ খুলেননি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ঊষসী রায় বলেন, ‘জানি না এ ধরনের কথা কেন রটেছে। মানুষ হয়তো সোশ্যাল মিডিয়া নিয়ে খুব চিন্তিত। ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করলে, ছবিতে লাইক দিলেই ধরে নেওয়া হয় দু’জন মানুষ সম্পর্কে রয়েছে।’

কয়েক মাস আগে একটি ফটোশুটের জন্য আন্দামানে গিয়েছিলেন পর্দার ‘কাদম্বিনী’। গুঞ্জন, সেখানে অভিনেত্রীর সঙ্গে ছিলেন নুসরাতের প্রাক্তন স্বামী। একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। এ প্রশ্নের জবাবে ঊষসী বলেন, ‘আন্দামানে গিয়েছিলাম ঠিকই। কিন্তু আমার সঙ্গে সহকর্মীরা ছিলেন। আমরা ঘুরেছি, কাজ করেছি। আমি টিকিট, হোটেল বুকিংয়ের তথ্য দেখিয়ে দিতে পারি। রক্ত পানি করা পরিশ্রমের অর্থে সবকিছু করেছি।’

আরো পড়ুন:

ঊষসীর দাবি, নিখিলের সঙ্গে তার বিশেষ পরিচয় নেই, কখনো তেমন কথাও হয়নি। তা জানিয়ে ঊষসী বলেন, ‘আমি আর নিখিল আগে একই জায়গায় জিম করতাম। তখন অল্পস্বল্প কথা হতো। এরপর আমি সেই জিম ছেড়ে দিই।’

মৈনাক ভৌমিকের ‘মিনি’-এর প্রিমিয়ারে নিখিলের সঙ্গে ঊষসীর দেখা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানে একসঙ্গে যাননি। বরং আলাদা-আলাদাভাবে উপস্থিত হয়েছিলেন তারা। এ অভিনেত্রীর প্রশ্ন—‘আমার আর নিখিলের মাঝে যদি সত্যিই কিছু থাকত তা হলে কি আলাদাভাবে যেতাম?’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়