ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মাদক মামলায় ফের বিপাকে রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২৩ জুন ২০২২   আপডেট: ১৭:৫০, ২৩ জুন ২০২২
মাদক মামলায় ফের বিপাকে রিয়া

মাদক মামলায় ফের বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের আদালতে খসড়া চার্জশিট পেশ করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এতে রিয়া ও তার ভাই সৌভিকসহ মোট ৩৩ জন অভিযুক্তের নাম রয়েছে।

রিয়া ২০০৯ সালে এমটিভি-এর একটি রিয়েলিটি শো দিয়ে শোবিজে পা রাখেন। এরপর ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘জালেবি’, ‘সোনালি ক্যাবল’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘চেহেরে’ প্রভৃতি সিনেমায় তাকে দেখা গেছে।

আরো পড়ুন:

ব্যক্তিগত জীবনে অভিনেতা সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রিয়া। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর এর পেছনে কারণ খুঁজতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সংশ্লিষ্ট বিষয়ে খতিয়ে দেখতে শুরু করে। এরপর সুশান্তের মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। গ্রেপ্তার হন রিয়া। বেশ কিছুদিন কারাগারেও ছিলেন তিনি। বর্তমানে জামিনে মুক্ত আছেন এই অভিনেত্রী।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়