ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হৃতিক-টাইগারের সঙ্গে তুলনা, বিদ্যুৎ যা বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২৬ জুন ২০২২  
হৃতিক-টাইগারের সঙ্গে তুলনা, বিদ্যুৎ যা বললেন

বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। তাকে ছাড়া অ্যাকশন হিরোদের তালিকা অসম্পন্নই থেকে যায়। প্রায়ই হৃতিক রোশান, টাইগার শ্রফের সঙ্গে তার তুলনা হয়। এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন ‘কমান্ডো’ সিনেমাখ্যাত এই অভিনেতা।

নিজেকে বিশ্বের শীর্ষস্থানীয় মার্শাল আর্টিস্ট দাবি করেন বিদ্যুৎ বলেন, ‘যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা প্রত্যেকেই অনেক বড় অ্যাকশন হিরো। কিন্তু আমি বিশ্বের শীর্ষস্থানীয় মার্শাল আর্টিস্ট। আনুষ্ঠানিকভাবে। আমি সব সময়ই কাজ করি— ঘুমিয়ে অথবা জেগে থাকলেও। আমি সব সময় সজাগ থাকি। কিছু সময় মানুষ আমাকে জ্যাকি চ্যান ও টনি জা’র সঙ্গে তুলনা করেন। সেরাদের সঙ্গেই আমার তুলনা হয় জন্য ভালো লাগে।’

জন আব্রাহামের ‘ফোর্স’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন বিদ্যুৎ জামওয়াল। তার পরবর্তী সিনেমা ‘খুদা হাফিজ টু: অগ্নিপরীক্ষা’। এতে আরো আছেন শিবালেখা ওবেরয়। আগামী ৮ জুলাই এই সিনেমা মুক্তি পাবে।

আরো পড়ুন:

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়