ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সড়ক দুর্ঘটনার কবলে ‘কেজিএফ’ অভিনেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৩০ জুন ২০২২   আপডেট: ১৪:৪৮, ৩০ জুন ২০২২
সড়ক দুর্ঘটনার কবলে ‘কেজিএফ’ অভিনেতা

সড়ক দুর্ঘটনার কবলে ‘কেজিএফ’খ্যাত অভিনেতা বিএস অভিনাশ। সিনেমাটিতে অ্যান্ড্রু চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুন) নিজের গাড়ি চালিয়ে জিমে যাচ্ছিলেন এই অভিনেতা। সেই সময় বেঙ্গালুরুর অনিল কুম্বলে সার্কেলের কাছে তার মার্সিডিস গাড়ি ও একটি ট্রাকের সংষর্ঘ হয়। তবে এতে এই অভিনেতার বড় কোনো ক্ষতি হয়নি। আশেপাশে থাকা পথচারীরা তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

জানা গেছে, সেই ট্রাক চালককে গ্রেপ্তার করেছেন পুলিশ। কুবন পার্ক থানায় এই ঘটনার একটি মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন:

‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ সিনেমায় অ্যান্ড্রু চরিত্রে অভিনয় করে সকলের নজর কাড়েন অভিনাশ। প্রয়াত অভিনেতা চিরঞ্জীবী সারজা তাকে এই চরিত্র পেতে সাহায্য করেছিলেন বলে জানা যায়। সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করেন। এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ মুক্তির পর বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়