ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বনবিড়ালের মলের কফি খেলেন নুসরাত-যশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৮ জুলাই ২০২২   আপডেট: ১৬:৪৪, ৮ জুলাই ২০২২
বনবিড়ালের মলের কফি খেলেন নুসরাত-যশ

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। সিনেমার পাশাপাশি তাদের প্রেম, বিয়ে ও সন্তান নিয়েও অনেক আলোচনা হয়েছে।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ফের আলোচনায় নুসরত ও যশ। ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়ে দেশটির বিখ্যাত ‘লুওয়াক কফি’ খেয়েছিলেন এই জুটি। এই কফি মূলত বনবিড়ালের মল থেকে তৈরি হয়। আর সেই কফিই নিজহাতে বানিয়ে খেয়েছেন তারা। এর ভিডিওটি পোস্ট করেছেন নুসরাত।

ভিডিও শেয়ার করোর পর থেকেই নেটিজেনরা নানা রকম মন্তব্য করছেন। অনেকেই হতবাক হয়ে প্রশ্ন করছেন, এ কী করলেন যশ-নুসরত। কেউ কেউ বলছেন, একটুও ঘেন্নাও করল না!

আরো পড়ুন:

‘লুওয়াক কফি’ কফি তৈরি করতে প্রথমে একটি বনবিড়ালকে কফি বিনস বা বীজ খাওয়াতে হবে। তারপর বনবিড়ালের পাকস্থলীর উৎসেচকের জারিত হয়ে মলের সঙ্গে বেড়িয়ে আসবে সেই কফি বীজ। তারপর বীজ শুকিয়ে নিয়ে রোস্ট করা হবে। সেই বীজ থেকেই পরবর্তী সময়ে কফি তৈরি করে খাওয়া হয়।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়