ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ক্যাটরিনা অন্তঃসত্ত্বা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১২ জুলাই ২০২২   আপডেট: ১৩:১৮, ১২ জুলাই ২০২২
ক্যাটরিনা অন্তঃসত্ত্বা?

সম্প্রতি বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। এখন গুঞ্জন উঠেছে, মা হতে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টগ্রামে বেশ সক্রিয় থাকেন ক্যাটরিনা। কিন্তু ইদানীং তাকে খুব একটা সক্রিয় দেখা যাচ্ছে না। এছাড়া বলিউডের বিভিন্ন পার্টিতে অংশ নিলেও সম্প্রতি নির্মাতা করন জোহরের জন্মদিনের পার্টিতেও ছিলেন না ‘টাইগার জিন্দা হ্যায়’খ্যাত এই অভিনেত্রী। এরপর থেকেই তাকে নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন— অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই হয়তো নিজেকে আড়াল করেছেন তিনি।

এদিকে আগামী ১৬ জুলাই ক্যাটরিনা কাইফের জন্মদিন। বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, সেই দিনই হয়তো বিশেষ সংবাদটি জানাতে পারেন এই অভিনেত্রী। যদিও বিয়ের পর থেকে বেশ কয়েকবার ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে।

আরো পড়ুন:

বেশ কিছুদিন প্রেম করার পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলিউডের এই আলোচিত জুটি। বিয়েতে তাদের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

সিনেমার কাজের দিক থেকে মুক্তির অপেক্ষায় ক্যাটরিনা কাইফ অভিনীত  ‘ফোন ভূত’। এই সিনেমায় আরো অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান কাট্টার। আগামী ৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে। এছাড়া সালমান খানে সঙ্গে ‘টাইগার-থ্রি’ ও ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমায় অভিনয় করছেন ক্যাটরিনা।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়