কখনোই অর্থ ও খ্যাতির পেছনে ছুটি না: রাজকুমার
বলিউড অভিনেতা রাজকুমার রাও। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তবে বর্তমান অবস্থানে পৌঁছাতে অনেক কাঠখড় পুড়িয়েছেন এই অভিনেতা। এমনকি নানা কারণে অনেক সিনেমা থেকে বাদও পড়তে হয়েছে তাকে।
রাজকুমার রাও বলেন, ‘আমাকে অনেক কিছু শুনতে হয়েছে। যথেষ্ট লম্বা নও, শারীরিক গঠন ঠিক নেই, ভ্রু ঠিক নেই, আরও অনেক অদ্ভুত কথা শুনেছি। আমি বলতাম— তাহলে অভিনয়ের কী হবে? সেটি কার দরকার?’
‘রান’ সিনেমায় ছোট একটি চরিত্রে সর্বপ্রথম সুযোগ পান রাজকুমার। এরপর ‘লাভ সেক্স অউর ধোঁকা’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। পরে ‘শহিদ’ সিনেমায় অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন এই অভিনেতা।
তিনি বলেন, ‘আমার সৌভাগ্য দিবাকর যা চেয়েছিলেন এবং কাস্টিং ডিরেকটর অতুল মঙ্গিয়া আমার মধ্যে তা দেখেছিলেন, এজন্য প্রথম সিনেমায় সুযোগ পেয়েছি। প্রকৃতপক্ষে, প্রতিভাই শুধু টিকে থাকে, আর কিছু না।’
এক সময় সিনেমায় সুযোগ পেতে নির্মাতাদের পেছনে ঘুরতেন, এখন নির্মাতারা তার পেছনে ছোটেন। তবে এ নিয়ে কোনো অহংকার করেন না রাজকুমার রাও। এই অভিনেতার ভাষায়, ‘সত্যি বলতে, যারা আমাকে চেনেন তারা জানেন, আমার কোনো অহংকার নেই। কাজ করতে পারছি এতেই খুশি। আমি কী ছিলাম এবং কী হলাম— এগুলো চিন্তা করি না। কখনোই অর্থ ও খ্যাতির পেছনে ছুটি না। শুধু সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয়ের চেষ্টা করি।’
বর্তমানে রাজকুমারের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। আগামী ১৫ জুলাই মুক্তি পাবে তার ‘হিট: দ্য ফার্স্ট কেস’। এছাড়া ‘ভেদ’, ‘মনিকা, ও মাই ডার্লিং’, ‘গানস এন গুলাবস’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় দেখা যাবে তাকে।
/মারুফ/