ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রাজের পরিচালনায় সাই পল্লবী!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ জুলাই ২০২২   আপডেট: ১৮:০৫, ১৯ জুলাই ২০২২
রাজের পরিচালনায় সাই পল্লবী!

ভারতীয় বাংলা সিনেমার নির্মাতা রাজ চক্রবর্তী। পরিচালক হিসেবে তার বলিউড অভিষেক নিয়ে গত কয়েক দিন ধরে জোর আলোচনা চলছে।

খবর উড়ছে, রাজের সিনেমায় অভিনয় করবেন আলিয়া ভাট। আবার শোনা যাচ্ছে, স্বামীর হাত ধরে বলিউডে পা রাখছেন শুভশ্রী গাঙ্গুলি। এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার সামনে এলো চমকপ্রদ খবর। আলিয়া-শুভশ্রী নয়, রাজের নির্দেশনায় অভিনয় করতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমা নয়, প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন রাজ। এর মুখ্য চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। জানুয়ারি মাস থেকে শুরু হবে এ সিরিজের শুটিং। ডিজনি হটস্টারের জন্য সিরিজটি নির্মাণ করছেন রাজ চক্রবর্তী।

আরো পড়ুন:

সংবাদমাধ্যমটি রাজের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তবে খুব সংক্ষেপে বক্তব্য শেষ করেছেন রাজ চক্রবর্তী। তার ভাষায়—‘পরে বিস্তারিত জানাব।’

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়