ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

ভারতের ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হলেন যারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৩ জুলাই ২০২২   আপডেট: ১১:৪৬, ২৩ জুলাই ২০২২
ভারতের ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হলেন যারা

শুক্রবার (২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে ভারতের ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে। এতে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন তামিল সুপারস্টার সুরিয়া ও জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগন।

এই বছর বিজয়ীদের নির্বাচনের জুরি বোর্ডের প্রধান ছিলেন নির্মাতা প্রিয়দর্শন। ‘সুরারাই পোত্রু’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন সুরিয়া। অন্যদিকে, অজয় দেবগন পুরস্কার পেয়েছেন ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমার জন্য। সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন অপর্ণা বালামুরালি। তিনিও ‘সুরারাই পোত্রু’ সিনেমার জন্য এ পুরস্কার জিতেছেন।

এক নজরে পুরস্কারপ্রাপ্তদের তালিকা

আরো পড়ুন:

সেরা ফিচার সিনেমা: সুরারাই পোত্রু।
সেরা পরিচালক: সচীদানন্দন কে আর।
সেরা জনপ্রিয় সিনেমা: তানাজি।
সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা।
সেরা শিশুতোষ সিনেমা: সুমি (মারাঠি)।
সেরা অভিনেতা: সুরিয়া (সুরারাই পোত্রু) ও অজয় দেবগন (তানাজি)।
সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি।
সেরা পার্শ্ব অভিনেতা: বিজু মেনন।
সেরা পার্শ্ব অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী।
সেরা শিশু শিল্পী: অনীষ মঙ্গেশ গোসাভি (তকতক) এবং আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর (সুমি)।
সেরা সংগীত পরিচালক: আলা বৈকুণ্ঠপুরামুলো।
সেরা গায়িকা: নানছাম্মা।
সেরা গায়ক: রাহুল দেশপাণ্ডে ও অনীষ মঙ্গেশ গোসাভি
সেরা অডিওগ্রাফি: জোবিন জায়ান (দোলু)।
সেরা সিনেমাটোগ্রাফি: অভিযাত্রিক।
সেরা নন-ফিচার সিনেমা: থ্রি সিস্টার্স।
সেরা পোশাক পরিকল্পনা: তানাজি।
সেরা মেকআপ: নাট্যম।
সেরা স্ক্রিনপ্লে: সুরারাই পোত্রু।
সেরা অসমীয়া সিনেমা: ব্রিজ।
সেরা বাংলা সিনেমা: অভিযাত্রিক।
সেরা হিন্দি সিনেমা: তুলসীদাস জুনিয়র।
সেরা তেলেগু সিনেমা: কালার ফটো।
সেরা তামিল সিনেমা: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়