ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

রণবীর-শ্রদ্ধার সিনেমার সেটে অগ্নিকাণ্ড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৩০ জুলাই ২০২২   আপডেট: ১১:১৯, ৩০ জুলাই ২০২২
রণবীর-শ্রদ্ধার সিনেমার সেটে অগ্নিকাণ্ড

বলিউড অভিনেতা রণবীর কাপুর। লাভ রঞ্জন পরিচালিত একটি সিনেমায় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। সিনেমাটির শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। মুম্বাইয়ের আন্ধেরির চিত্রকূট স্টুডিওতে নির্মিত সেটে একটি গানের শুটিংয়ের প্রস্তুতি চলছিল।

জানা গেছে, একটি দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা স্টুডিওতেও ছড়িয়ে পড়ে। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কলাকুশলীরা। শুটিং ফ্লোর ছেড়ে হুড়োহুড়ি করে বাইরে বের হতে গিয়ে দুই একজন জখম হয়েছেন। তবে কারো বড়সড় ক্ষতি হয়নি।

আরো পড়ুন:

প্রথমবারের মতো লাভ রঞ্জনের সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। শ্রদ্ধা কাপুরের সঙ্গেও এটি তার প্রথম সিনেমা। কিছুদিন আগে শুটিংয়ে স্পেনেও গিয়েছিল পুরো টিম। পরে শুটিং সেটের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়।

এদিকে এই স্টুডিওর পাশে রাজশ্রী স্টুডিওতে চলছিল সানি দেওলের ছেলে রাজবীরের সিনেমার শুটিং। অগ্নিকাণ্ডের কারণে এই সিনেমার শুটিংও বন্ধ হয়ে যায়।

/মারুফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়