ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

‘যদি আমার সম্পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে জেনে রাখুন...’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৮ আগস্ট ২০২২   আপডেট: ১৮:৫১, ২৮ আগস্ট ২০২২
‘যদি আমার সম্পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে জেনে রাখুন...’

শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি।

শনিবার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। তার ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন—‘আপনি যদি আমার সম্পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে জেনে রাখুন এক সময় তাদের কাছে আমি ভালো ছিলাম। কিন্তু আপনাকে তারা তা বলবে না।’

আরো পড়ুন:

প্রভার এই পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তবে কী কারণে এমন অনুভূতি ব্যক্ত করলেন তা জানাননি এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন প্রভা। তবে সবকিছু পেছনে ফেলে ফের কাজে সরব হয়েছেন। জীবন অনেকটা গুছিয়ে নিয়েছেন।

চলতি বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় শোবিজ অঙ্গনের অনেকের নজরে আসেন তারা। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। যদিও এ জুটির দাবি—‘তারা খুব ভালো বন্ধু।’

ইমরানের সঙ্গে তোলা বেশ কিছু ছবি প্রভা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। কিছুদিন আগে এ নিয়ে যখন জোর সমালোচনার মুখে পড়েন, তখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, সব ছবি মুছে ফেলেছেন। এমনকী কমেন্ট অপশনও বন্ধ করে দেন। সম্প্রতি কমেন্ট অপশন ফের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। অনেকে তার প্রশংসা করলেও নেটিজেনদের একটি অংশ পূর্বের মতো নোংরা ভাষায় আক্রমণ করে মন্তব্য করছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়