রাম মন্দির নির্মাণে ৫০ কোটি রুপি দিয়েছেন যশ?
কন্নড় সিনেমার সুপারস্টার যশ। ‘কেজিএফ’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি।
সিনেমার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করেন যশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল একটি পোস্টে বলা হয়েছে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ৫০ কোটি রুপি অনুদান দিয়েছেন ‘রকিং স্টার’খ্যাত এই তারকা। তবে এই গুঞ্জন সত্য নয়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফেসবুকে যশের যে ছবি ব্যবহার হয়েছে তা চলতি বছর তিরুপাতি মন্দিরে তোলা। ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমা মুক্তির সময় সেখানে গিয়েছিলেন এই অভিনেতা। রাম মন্দিরে অনুদানের ব্যাপারে তিনি কোনো ঘোষণা দেননি।
অশোক কাশ্যপের ‘নন্দগোকুলা’ টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন যশ। ২০০৮ সালে ‘মোগিনা মানাসু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর ‘গুগলি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি’, ‘মাস্টারপিস’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন যশ। ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ সিনেমা তাকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছে।
/মারুফ/