ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বিয়ন্সে-ট্র্যাভিস স্কটের সঙ্গে নোরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:৪৪, ২ সেপ্টেম্বর ২০২২
বিয়ন্সে-ট্র্যাভিস স্কটের সঙ্গে নোরা

বিয়ন্সে, ট্র্যাভিস স্কট ও নোরা ফাতেহি

মরক্কান-কানাডিয়ান অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। ফ্রান্সে ‘টপ মিউজিক ইনফ্লুয়েন্সার অন ইনস্টগ্রাম’-এর তালিকায় উঠেছে তার নাম। এই তালিকায় আরো আছেন বিয়ন্সে এবং ট্র্যাভিস স্কটের মতো বিশ্বমানের তারকা শিল্পী।

গত জুনে প্রকাশ্যে এসেছে নোরার ‘ডার্টি লিটল সিক্রেট’ গানের ভিডিও। বেশ জনপ্রিয়তা পেয়েছে এটি। ভারত ছাড়াও এই গানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে শ্রোতাদের মন জয় করেছেন নোরা। এই গানের জন্যই তালিকায় স্থান পেয়েছেন তিনি।

আরো পড়ুন:

‘ডার্টি লিটস সিক্রেট’ গানটি নিয়ে নির্মাতাদের অনেক প্রত্যাশা ছিল। নোরাও তাদের নিরাশ করেননি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি। ‘টপ মিউজিক ইনফ্লুয়েন্সার অন ইনস্টগ্রাম’-এর তালিকায় প্রথম স্থানে রয়েছেন বিয়ন্সে। দ্বিতীয় স্থানে ট্র্যাভিস স্কট। নোরা আছেন চতুর্থ স্থানে।

‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এবার আন্তর্জাতিক অঙ্গনেও নিজের পরিচয় তৈরি করলেন নোরা।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়