ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

এফডিসিতে অনন্ত-বর্ষার সিনেমার মহরত

প্রকাশিত: ২২:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২২:৪২, ৩ সেপ্টেম্বর ২০২২
এফডিসিতে অনন্ত-বর্ষার সিনেমার মহরত

প্রযোজক ও নায়ক অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্য ডে’ মুক্তির রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার মহরত করলেন অনন্ত-বর্ষা। শনিবার (৩ সেপ্টেম্বর) বিএফডিসিতে নতুন সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। ‘কিল হিম’ শিরোনামে এই সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।

বরাবরের মতো অনন্তের বিপরীতে দেখা যাবে স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। এ ছাড়া এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ৮ বছর পর পবিত্র ঈদুল আজহায় ‘দিন : দ্য ডে’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল। এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন তিনি। এদিকে, চলতি বছর আসছে অনন্ত-বর্ষার ‘নেত্রী দ্য লিডার’। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল। সিনেমাটিতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এ ছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকে।

আরো পড়ুন:

ঢাকা/রাহাত/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়