রজনীকান্তের পা ছুঁলেন ঐশ্বরিয়া (ভিডিও)
জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি এক অনুষ্ঠানে তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের পা ছুঁয়ে সালাম করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত ‘পন্নিয়িন সেলবান’ সিনেমার ট্রেইলার। চেন্নাইয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তামিল সিনেমার দুই কিংবদন্তি রজনীকান্ত ও কমল হাসান। এই অনুষ্ঠানেই রজনীকান্তকে দেখে পায়ে হাত দিয়ে সালাম করেন ঐশ্বরিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে ঐশ্বরিয়ার আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।
‘এন্থিরাম’ বা ‘রোবট’সিনেমায় পর্দায় জুটি বেঁধে অভিনয় করেছেন রজনীকান্ত ও ঐশ্বরিয়া। ২০১০ সালে মুক্তি পায় ব্লকবাস্টার এই সিনেমা। এস শংকর পরিচালিত সিনেমাটি দারুণ প্রশংসা কুড়িয়েছিল।
এদিকে ‘পন্নিয়িন সেলবান’ সিনেমাটি তৈরি হচ্ছে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পন্নিয়িন সেলবান’ অবলম্বনে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। সিনেমাটির বাজেট ৫০০ কোটি রুপি। আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় এটি মুক্তি পাবে।
Superstar @rajinikanth in #PONNIYINSELVAN Trailer and Songs Launch
— Pratheesh Sekhar (@propratheesh) September 6, 2022
With @ManiRatnamFC @my_aishwarya #AishwaryaRaiBachchan #aishwaryarai #Rajinikanth #PonniyinSelvantrailer #PonniyinSelvan1 #jailer #Chennai pic.twitter.com/mvxJw3TB30
‘পন্নিয়িন সেলবান’ সিনেমা পরিচালনা করেছেন মণি রত্নম। এতে ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, জায়াম রবি, কার্তি, তৃষা কৃষ্ণান, শোভিতা ধূলিপালার মতো একঝাঁক তারকা।
/মারুফ/