ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নুসরাতের প্রাক্তন স্বামীর গালিগালাজ, অভিযোগ স‌্যান্ডির

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:১১, ২৭ সেপ্টেম্বর ২০২২
নুসরাতের প্রাক্তন স্বামীর গালিগালাজ, অভিযোগ স‌্যান্ডির

নিখিল, স্যান্ডি

মদ্যপ অবস্থায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন—এমন অভিযোগ করেছেন টলিউড অভিনেতা স‌্যান্ডি সাহা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার কলকাতার একটি নামি হোটেলে জন্মদিন উদযাপন করেন স্যান্ডি সাহা। ঘটনাক্রমে সেখানে উপস্থিত ছিলেন নিখিল জৈন ও তার বন্ধুরা। পার্টি শেষে বের হওয়ার সময়ে গেটে নিখিলের সঙ্গে দেখা হলে তার সঙ্গে কথা বলতে যান স্যান্ডি। আর এসময়ে স্যান্ডির উপর চড়াও হন নিখিল। স্যান্ডিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকী মারতে উদ্যত হন নুসরাতের এই প্রাক্তন। পরে নিরাপত্তারক্ষীরা তাদের শান্ত করেন।

এ বিষয়ে কথা বলতে স্যান্ডি সাহার সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। ঘটনার বর্ণনা দিয়ে স্যান্ডি সাহা বলেন, ‘আমি সৌজন্য দেখিয়ে কথা বলতে গিয়েছিলাম; সাধারণভাবেই মহালয়ার শুভেচ্ছা জানিয়েছিলাম। কিন্তু যে প্রতিক্রিয়া এসেছে তা আশা করিনি; আমাকে গালিগালাজ করতে শুরু করেন নিখিল জৈন। একাধিক কুকথা বলেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন।’

আরো পড়ুন:

এ সময় স্যান্ডির দিকে তেড়ে এসেছিলেন নিখিল। কোনোভাবে তাকে থামানো যাচ্ছিল না। তা ছাড়াও তার সেক্স্যুয়াল ওরিয়েন্টেশন নিয়েও কুকথা বলেছেন নিখিল। এসব কথা জানিয়ে স্যান্ডি বলেন—‘আমি যশ দাশগুপ্তর সঙ্গে কেন ভিডিও করেছি, সেটা জিজ্ঞেস করেন নিখিল। মূলত, এরপরই গালিগালাজ করেন। আমিও ছেড়ে দিইনি। রাগের মাথায় আমিও কিছু খারাপ কথা বলেছি।’

ঘটনার সময়ে নিখিল মদ্যপ ছিলেন। তা উল্লেখ করে স্যান্ডি বলেন, ‘ওই সময়ে নিখিল জৈন নেশায় বুঁদ ছিলেন। কিন্তু সেটা কারো সঙ্গে খারাপ ব্যবহার করার অজুহাত হতে পারে না। মদ খেয়ে ভদ্রতা ভুলে যাওয়াটা সমীচীন নয়। ওর বন্ধুরাও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, যা অন্যায়। আমি একেবারেই ভাবতে পারিনি এরকম কিছু হতে পারে।’

এ বিষয়ে নিখিলের কোনো প্রতিক্রিয়া পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও তার প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে নিয়ে মন্তব‌্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন স‌্যান্ডি। নেটিজেনদের দাবি—ঐন্দ্রিলাকে হাতি আর অঙ্কুশকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এরপর স‌্যান্ডিকে ফেসবুকে ব্লক করে দেন অঙ্কুশ। তারপর শ্রাবন্তীর পুত্র অভিমন্যু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন স্যান্ডিকে। এ নিয়েও আলোচনা কম হয়নি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়