ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মহেশ বাবুর মা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:২০, ২৮ সেপ্টেম্বর ২০২২
মহেশ বাবুর মা মারা গেছেন

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর মা মারা গেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে হায়দরাবাদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইন্দিরা দেবী। গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালটিতে ভর্তি ছিলেন; সেখানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

মহেশ বাবুর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুপারস্টার কৃষ্ণার স্ত্রী ও সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল ৯টা থেকে তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হয়েছে; সেখানে তাকে সবাই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে।’

মহেশ বাবুর মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন। মেগাস্টার চিরঞ্জীবী শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন। তাতে এ অভিনেতা বলেন, ‘ইন্দিরা দেবীর মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। আমি সুপারস্টার কৃষ্ণ, মহেশ বাবু এবং পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

আরো পড়ুন:

চলতি বছরটি মহেশ বাবুর জন্য একটু বেশি কঠিন! কারণ চলতি বছরের জানুয়ারি মাসে তার ভাই রমেশ বাবুকে হারান তিনি। ৫৬ বছর বয়েসে মারা যান এই অভিনেতা।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়