ছেলেকে নিয়ে পরীমনির ভিডিও ভাইরাল
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
তারকা দম্পতি রাজ-পরীর একমাত্র সন্তান রাজ্য। প্রায় দুই মাস হতে চললো রাজ্যের বয়স। এরই মধ্যে ছেলেকে নিয়ে পরীমনির একটি ভিডিও ভাইরাল হয়। পরীমনি ফেইসবুক পেজে রাজ্যকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়ে।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেন, ‘চুল দিবসে রাজ্যের প্রথম চুল কাটানো। বাবা রাজ ভিডিওতে বলছে, বাজানকে (রাজ্য) চুল কাটানোর পর ব্রাজিলের ফুটবলারের মতো লাগছে। আমি কিন্তু আর্জেন্টিনা।’
ইতোমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। মন্তব্যের ঘরে হাজারও ভক্ত প্রশংসা করেছেন রাজ-পরীর এই কাণ্ডে। গত ১০ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। শরীফুল রাজ ও পরীমনির এটি প্রথম সন্তান।
প্রসঙ্গত ‘নুমি’ নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে। এরপর থেকেই বিচিত্র এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।
ঢাকা/রাহাত