ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

টুইটারকে ‘গুডবাই’ বলে কটাক্ষের শিকার করন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১০ অক্টোবর ২০২২  
টুইটারকে ‘গুডবাই’ বলে কটাক্ষের শিকার করন

মাইক্রোব্লগিং সাইট টুইটারকে বিদায় জানালেন বলিউডের জনপ্রিয় পরিচালক করন জোহর। সোমবার (১০ অক্টোবর) বিকালে এক টুইটে এই ঘোষণা দেন তিনি।

টুইটারকে বিদায় জানানোর কারণ জানিয়ে করন জোহর বলেন—‘আরো ইতিবাচক শক্তির জন্য অবকাশ প্রয়োজন। তারই অংশ হিসেবে এটি একটি পদক্ষেপ। বিদায় টুইটার।’

ইতিবাচক শক্তি সঞ্চয়ের কথা বললেও করনের আকস্মিক এই ঘোষণায় তৈরি হয়েছে ধোঁয়াশা। টুইটারে ১৭ মিলিয়নের বেশি নেটিজেন তাকে অনুসরণ করেন। টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামেও সরব করন। টুইটারকে বিদায় জানালেও ইনস্টাগ্রামে এমন কোনো বিবৃতি দেননি এই নির্মাতা।

আরো পড়ুন:

এদিকে, টুইটারকে ‘গুডবাই’ বলে কটাক্ষের শিকার হয়েছেন করন জোহর। একজন লিখেছেন, ‘এতই যখন পজিটিভ এনার্জির কথা বলছেন, তাহলে কফি উইথ করন নামের ডাস্টবিনটা ইন্টারনেট থেকে সরিয়ে নিন।’ আরেকজন লিখেছেন, ‘তোমাকে কেউ মিস করবে না।’ অনেকে তাকে নিয়ে মিমও তৈরি করেছেন।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে নেপোটিজম বিতর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। স্বজনপোষণের বিতর্কের আঁচ সবচেয়ে বেশি অনুভব করেছেন করন। এজন্য দীর্ঘদিন সুশান্ত ভক্তদের নিশানায় ছিলেন করন। সুশান্তের মৃত্যুর পর ট্রলের মুখে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। সেই সময়ে একটানা দুই মাস টুইটারে ছিলেন না ধর্মা প্রোডাকশনের এই কর্ণধার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়