ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

গ্রামবাসীর ক্ষোভের মুখে সিনেমার শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ১৩ অক্টোবর ২০২২   আপডেট: ১১:১৯, ১৩ অক্টোবর ২০২২
গ্রামবাসীর ক্ষোভের মুখে সিনেমার শুটিং বন্ধ

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। তাকে নিয়ে পরিচালক ভেঙ্কট প্রভু নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। কর্নাটকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছিল। কিন্তু স্থানীয় জনতার ক্ষোভের মুখে সিনেমাটির শুটিং বন্ধ করে দিয়েছে প্রশাসন।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মেলকোটের কাছে সিনেমাটির শুটিংয়ের জন্য সেট তৈরি করেছেন নির্মাতারা। সেটটি রাজাগোপুরাম মন্দিরের মতো দেখতে; আর সেখানে বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল সাজিয়ে রেখে শুটিং করছিলেন। এসব দেখে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। কন্নড় কমিউনিটি শুটিং টিমের কড়া সমালোচনা করেন। পরে এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তারা। এরপর সিনেমাটির শুটিং বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

কর্নাটকের মান্ডা জেলা প্রশাসন শর্ত সাপেক্ষে শুটিংয়ের অনুমতি দিয়েছিল। কিন্তু শুটিং ইউনিট তাদের শর্ত ভঙ্গ করায় এই অনুমতি বাতিল করেছে বলে জানিয়েছে প্রশাসন।

আরো পড়ুন:

পুলিশের গল্প নিয়ে গড়ে উঠেছে নাম ঠিক না হওয়া এ সিনেমার গল্প। এতে নাগা চৈতন্যর বিপরীতে অভিনয় করছেন কৃতি শেঠি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়