ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেক্ষাগৃহে আসছে মৌসুমীর সিনেমা

প্রকাশিত: ১৮:০৭, ২৯ অক্টোবর ২০২২  
প্রেক্ষাগৃহে আসছে মৌসুমীর সিনেমা

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা মৌসুমী। এখনো চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি সরকারি অনুদানের ‘দেশান্তর’ সিনেমায় অভিনয় করেন। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আশুতোষ সুজন পরিচালিত এ সিনেমাটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে।

আরো পড়ুন:

আসছে ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেশান্তর’। মুক্তি সামনে রেখে সম্প্রতি চট্টগ্রামের একটি হলে সিনেমাটির প্রথম ট্রেইলার প্রর্দশন করা হয়।

এ সিনেমা প্রসঙ্গে পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘‘আমরা গত সেপ্টেম্বরে ‘দেশান্তর’ মুক্তি দিতে চেয়েছিলাম। বিভিন্ন কারণে সিনেমাটির কাজ শেষ করতে পারিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব।’

পাঠকপ্রিয় ‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। তার বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে। তা ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক প্রমুখ।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়