ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পূজাকে চুমু খেতে চাই না: আদিবি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৪ নভেম্বর ২০২২   আপডেট: ০৮:৩৩, ৪ নভেম্বর ২০২২
পূজাকে চুমু খেতে চাই না: আদিবি

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। ‘আনস্টপেবল উইথ এনবিকে’ শিরোনামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রচার শুরু হয়েছে। এ সিজনের তৃতীয় এপিসোডের প্রোমো প্রকাশ্যে এসেছে।

এ এপিসোডে বালাকৃষ্ণার অতিথি হিসেবে হাজির ছিলেন দক্ষিণী সিনেমার দুই নায়ক আদিবি ও স্বরানন্দ। এতে বালাকৃষ্ণার এক প্রশ্নের রহস্যময় উত্তর দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আদিবি।

বালাকৃষ্ণা আদিবিকে প্রশ্ন করেন আপনি কোন নায়িকাকে চুম্বন করতে চান না? এক মুহূর্ত অপেক্ষা না করে আদিবি বলেন—‘পূজা হেগড়েকে।’ আদিবির এ জবাব শুনে অবাক হয়ে যান উপস্থিত দর্শকরা। পাশে স্বরানন্দ হাসতে হাসতে গড়িয়ে পড়েন। তবে কী কারণে পূজাকে চুমু খেতে আনাগ্রহী আদিবি তা অবশ্য প্রোমোতে জানা যায়নি।

আরো পড়ুন:

২০০২ সালে তেলেগু ভাষার ‘সোনথাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আদিবি। ২০১০ সালে ‘কার্মা’ সিনেমা পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবে তার অভিষেক ঘটে। সিনেমাটিতে অভিনয়ও করেন তিনি। দক্ষিণী সিনেমার অনেক জনপ্রিয় নায়িকার সঙ্গে পর্দা শেয়ার করেছেন আদিবি। তবে পূজা হেগড়ের সঙ্গে কাজ করতে দেখা যায়নি তাকে।

পূজা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আচার্য’। গত ২৯ এপ্রিল মুক্তি পায় এটি। তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। পুরি জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করছেন পূজা। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমা প্রযোজনা করছেন ভামসি পয়দিপল্লী ও চার্মি কৌর। ২০২৩ সালের ৩ আগস্ট সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

তা ছাড়া হিন্দি ভাষার ‘সার্কাস’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে হাজির হবেন তিনি। এটি পরিচালনা করছেন রোহিত শেঠি। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায়ও অভিনয় করছেন পূজা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমা আগামী বছরের ২১ এপ্রিল মুক্তি পাবে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়