মিম-রাজের সম্পর্কের ইঙ্গিত দিলেন পরীমনি!
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজের প্রেমের রসায়ন রুপালি পর্দায় আগেই দেখেছেন দর্শক। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। বাস্তবেও তাদের প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন শরিফুল রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমনি।
পরীমনির এই ইঙ্গিত নতুন নয়। এর আগেও ‘দামাল’ সিনেমার প্রচারে গিয়ে হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি। এবার সরাসরি মিমকে ট্যাগ করে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিলেন পরীমনি।
বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার পর ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে তিনি রাজ-মিমের দুই সিনেমার পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ বলে আখ্যা দেন। মিমকে ট্যাগ করে পরীমনি লিখেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
অন্যদিকে রাফিকে ট্যাগ করে পরীমনি লিখেন, ‘সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি।’ আর নিজের বর রাজের উদ্দেশ্যে এই নায়িকা লিখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।’
পরীমনি এই ফেসবুক স্ট্যাটাসের উত্তর দেননি রাজ, মিম কিংবা রাফি। তবে মুহূর্তেই পরীমনির স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।
ঢাকা/রাহাত/শান্ত