ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

জ্যাকলিনকে কেন গ্রেপ্তার করেননি, প্রশ্ন আদালতের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ১১ নভেম্বর ২০২২  
জ্যাকলিনকে কেন গ্রেপ্তার করেননি, প্রশ্ন আদালতের

মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের জামিনের বিরোধিতা করায় আদালতের প্রশ্নের মুখে পড়ে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিল্লির একটি আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। এসময় জ্যাকলিনের জামিনের বিরোধিতা করলে ইডির উদ্দেশ্য আদালত বলেন—‘এলওসি জারি এখনো কেন জ্যাকলিনকে গ্রেপ্তার করেননি? এ মামলার অন্য আসামিরা কারাগারে রয়েছেন। তাহলে তাকে গ্রেপ্তার না করে আপনারা কেন এই ‘বাছাই’ নীতি গ্রহণ করলেন?’

এর আগে অন্তর্বতীকালীন জামিনে ছিলেন জ্যাকলিন। গতকালের শুনানিতে তার জামিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শুক্রবার (১১ নভেম্বর) জামিন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন আদালত।

আরো পড়ুন:

২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম দেওয়া হয়েছে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তাকে তলব করে। গত ১২ সেপ্টেম্বর তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের কারণে হাজির হননি তিনি। পরে পাটিয়ালি আদালতে হাজির হয়ে জামিন পান জ্যাকলিন।

এই মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ— প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে লাভবান হয়েছেন এই নায়িকা। প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি। যদিও এর মধ্যে থেকে ৭ কোটি রুপির সম্পদ ইতোমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।

জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়