ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

আনন্দে চোখ ভিজে উঠলো: তানিয়া

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২৮ নভেম্বর ২০২২  
আনন্দে চোখ ভিজে উঠলো: তানিয়া

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তানিয়া আহমেদ। নাটকে অনেকটাই অনিয়মিত এই অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রিয় সন্তানকে নিয়ে তিনি ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।  

রোববার (২৭ নভেম্বর) রাতে ছেলেকে নিয়ে দেওয়া এই স্ট্যাটাস নেটিজেনদের নজর কেড়েছে। তানিয়া লিখেছেন: ‘শ্রেয়াসকে নিয়ে একটু কম পোস্ট দেওয়া হচ্ছিলো বেশ কিছু দিন। সে আমাকে একটু অভিমান করেই বললো সেই কথা। আমার এই বাচ্চাটা তার ২১ বছর বয়সেই নিজের সব কিছু নিজেই করছে। আমি তার জন্য তেমন কিছুই করতে পারছি না।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘এবার অক্টোবরে যখন আমেরিকা গেলাম, সে মাকে দেখানোর জন্য তার সদ্য কেনা গাড়িটা নিয়ে হাজির হলো ফ্লোরিডা থেকে আটলান্টায়। মাকে দেখানোর তাড়ায় দুইটা স্পিডিং টিকেট খেয়ে যখন আমার কাছে পৌঁছাল তখন মধ্যরাত। রেডি হয়ে ছিলাম কঠিন বকা দেওয়ার জন্য কিন্তু যে মুহূর্তে সে এসে মাআআআ… বলে জড়িয়ে ধরলো সব কিছু ভুলে আনন্দে চোখ ভিজে উঠলো। মনে হলো জীবন সুন্দর, জীবন সুন্দর, জীবন সুন্দর।’ 

সাবেক তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদের তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ।
 

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়