ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সুশান্তের মৃত্যুর আড়াই বছর পরও সেই ফ্ল্যাটের ভাড়াটিয়া মেলেনি (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৫:১২, ১১ ডিসেম্বর ২০২২
সুশান্তের মৃত্যুর আড়াই বছর পরও সেই ফ্ল্যাটের ভাড়াটিয়া মেলেনি (ভিডিও)

২০১৯ সালের ডিসেম্বরে বান্দ্রার সমুদ্রের ধারের ফ্ল্যাটটি ভাড়া নেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। প্রতি মাসে এ ফ্ল্যাটের ভাড়া গুনতেন সাড়ে ৪ লাখ রুপি। বিলাসবহুল এ ফ্ল্যাটে প্রেমিকা রিয়া সেনকে নিয়ে বসবাস করতেন সুশান্ত। কিন্তু ২০২০ সালের ১৪ জুন সবকিছু বদলে যায়। কারণ এ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ। তারপর জল অনেক গড়িয়েছে; এখনো এ ঘটনার রেশ কাটেনি।

সুশান্ত রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে প্রায় আড়াই বছর। বিস্ময়কর বিষয় হলো— এখনো এ ফ্ল্যাটের ভাড়াটিয়া পাওয়া যায়নি। রফিক মার্চেন্ট নামে এক রিয়েল এস্টেট ব্রোকার এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট দিয়েছেন। তাতে তিনি জানান, সমুদ্রমুখী ডুপলেক্স ফ্ল্যাটটি ভাড়া হবে। প্রতি মাসে ভাড়া ৫ লাখ রুপি।

বলিউড হাঙ্গামার পক্ষ থেকে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় রফিক মার্চেন্টের সঙ্গে। এসময় কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘মানুষ ফ্ল্যাটটিতে যেতে ভয় পায়! যখন জানতে পারে এই ফ্ল্যাটেই মারা গেছেন সুশান্ত; তখন ফ্ল্যাটটি দেখার জন্যও কেউ আসে না। সুশান্তের মৃত্যুর খবর এখন অনেকটা চাপা পড়ে গিয়েছে। ইদানীং কেউ কেউ ভাড়া নেওয়ার জন্য ফ্ল্যাটটি দেখতে আসছে। কিন্তু এখনো কেউ চূড়ান্ত করেনি। বরং ফ্ল্যাটটি এখনো ফাঁকা।’

আরো পড়ুন:

এ ফ্ল্যাটের মালিক শোবিজ অঙ্গনের কোনো মানুষের কাছে আর ফ্ল্যাট ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তা উল্লেখ করে রফিক বলেন, ‘সিনেমা জগতের কোনো মানুষকে আর ফ্ল্যাটটি ভাড়া দিতে চান না এর মালিক। করপোরেট কোনো ব্যক্তি খুঁজছেন তিনি। কেউ কেউ রাজিও হচ্ছেন। কিন্তু পরিবারের অন্য সদস্য বা আত্মীয়দের আপত্তিতে পিছিয়ে যাচ্ছেন তারা। তা ছাড়া ফ্ল্যাটের মালিক ভাড়াও কমাতে রাজি নন। বরং মার্কেট রেটে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়