ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস 

প্রকাশিত: ১০:১৩, ১৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১০:২৩, ১৯ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস 

ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা। অবশেষে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার ঘরেই গেলো বিশ্বকাপ ট্রফি। মেসির আর্জেন্টিনা জিতে যাওয়ায় দেশের আর্জেন্টাইন সমর্থনকারী শোবিজ তারকারাও উল্লাসে ফেটে পরেন। তাদের ফেসবুকজুড়ে চলছে জয়ের উচ্ছ্বাস।

চঞ্চল চৌধুরী লিখেন,‘বোঝো নাই ব্যাপারটা?????
অভিনন্দন আর্জেন্টিনা।’

পূজা চেরি মেসির ছবি পোষ্ট করে লিখেন, ‘প্রাউড।’

আরো পড়ুন:

আঁচল আঁখি লিখেন, ‘অভিনন্দন আর্জেনটিনা। লাভ ইউ মেসি।’

বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা’।

ওমর সানি ব্রাজিলের সমর্থক। তিনি লিখেন, ‘অভিনন্দন মেসি, ব্রাজিল বেস্ট ওয়ার্ল্ড।’

মেসির জয় নিয়ে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘এটা ঘরে নিয়ে যাও মেসি।’ সাথে জুড়ে দেন দুটো ভালোবাসার চিহ্ন। চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে মেসির এই জয় উদযাপন করেন।

অভিনেত্রী পারসা ইভানা সময়ের আলোকে বলেন, শুরু থেকে বেশ আনন্দ নিয়ে খেলা দেখছি। বিরতির পরও বেশ খোস মেজাজে ছিলাম।কিন্তু এমবাপ্পের টানা ২ গোল হাত পা ঠান্ডা করে ফেলেছে। অবশেষে মেসির জয় হলো। খুব ভালো লেগেছে। 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেন, ‘কংগ্রাচুলেশনস মেসি।’ আর্জেন্টিনার বড় ছেলে সাথে দুটি ভালোবাসার চিহ্ন জুড়ে দেন এতে।

অভিনেত্রী সাবিলা নূর তার ফেসবুক পেজে লিখেন, ‘কংগ্রাচুলেশনস লিওনেল মেসি, কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা। তুমি এটা ডিজার্ভ করো।’

ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে শুভেচ্ছা জানাতে ভুকে যান অভিনেত্রী অধরা খান।

মেসির এই জয়ে শুকরিয়া আদায় করেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ কেয়া পায়েল।

সাফা কবির লিখেন, চ্যাম্পিয়ন মেসি। আর্জেন্টিনা এবং মেসির ইতিহাস।

/রাহাত/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়