ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ব্রাজিল সমর্থক সজল বললেন, মেসির জন্য আনন্দিত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১২:৫৪, ১৯ ডিসেম্বর ২০২২
ব্রাজিল সমর্থক সজল বললেন, মেসির জন্য আনন্দিত

৩৬ বছর প্রতীক্ষার পর তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ড্যানিয়েল পাসারেলা ও ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে নাম লেখালেন লিওনেল মেসি। প্রিয় দলের এই বিজয়ে উচ্ছ্বসিত বিশ্বের কোটি কোটি ভক্ত। সাধারণ মানুষের মতো এই প্রাপ্তি তারকাদেরও আন্দোলিত করেছে। আপাতত মেসি-জ্বরেই কাঁপছে গোটা বিশ্ব। ব্রাজিলের সমর্থক হয়েও ফুটবলের এই রাজপুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা আব্দুন নূর সজল।

মেসিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সজল। তারকা বলেন— ‘শ্বাসরুদ্ধকর খেলা শেষে আর্জেন্টিনার বিজয়। ফ্রান্সও খুবই ভালো খেলেছে। আজকের বিজয়টি বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের বিজয়। ভীষণ উল্লাস চারদিকে। মেসির জন্যই আমি আনন্দিত। অভিনন্দন মেসি। অভিনন্দন আর্জেন্টিনা।’

ব্রাজিলের সমর্থক হয়েও মেসিকে সাধুবাদ জানানোর বিষয়টি ব্যাখ্যা করে সজল বলেন, ‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক আমি। ব্রাজিল বাদ পড়ার পর ভীষণ খারাপ লেগেছিল। কিন্তু বিশ্বকাপ আসরে আরেকটি খুব ভালো দল আর্জেন্টিনা। যে দলটিকে বাংলাদেশের বহু মানুষ ভীষণ পছন্দ করেন, তার জন্য খারাপ চাইতে পারি না।’

আরো পড়ুন:

মেসিকে সাধুবাদ জানিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন সজল। ঝুমুর নামে একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘এত সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।’ নাজিম লিখেছেন, ‘এক কথায় ভোলো মনের মানুষ যারা, তাদের কাছ থেকেই এমন পরিচ্ছন্ন পোস্ট আশা করা যায়; যার মধ্যে বিজয় অর্জন সান্ত্বনা মুল্যায়ন সবকিছুই লেখা আছে। ভালোবাসা অবিরাম। দোয়া ও শুভকামনা রইল। ভালো থেকো আজীবন প্রিয় সজল ভাই।’ এমন অনেক মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়