ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

প্রাক্তন স্ত্রীর জুতাপেটা: চতুর্থ বিয়ের ঘোষণা দিলেন সেই নরেশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১ জানুয়ারি ২০২৩   আপডেট: ২০:১৮, ১ জানুয়ারি ২০২৩
প্রাক্তন স্ত্রীর জুতাপেটা: চতুর্থ বিয়ের ঘোষণা দিলেন সেই নরেশ

দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সৎ ভাই অভিনেতা নরেশ বাবু। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন তিনি। এর আগে দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তৃতীয় স্ত্রী রামায়ার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। তবে দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা।

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে সম্পর্কে রয়েছেন নরেশ বাবু। কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল, গোপনে বিয়েও করেছেন তারা। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেন নরেশ-পবিত্রা। এবার পবিত্রা লোকেশকে বিয়ের ঘোষণা দিলেন নরেশ বাবু।

নরেশ বাবু তার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওর শুরুতে পর্দায় ভেসে উঠে—‘ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড।’ এরপর টেবিলের ওপর রাখা চকোলেট কেক কাটতে দেখা যায় নরেশ-পবিত্রাকে। পরের দৃশ্যে পরস্পরকে ওই কেক খাইয়ে দিতে দেখা যায়। পরের দৃশ্যে শ্যাম্পেনের গ্লাস হাতে পরস্পরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু এঁকে দেন পবিত্রা ও নরেশ। এরপর পর্দায় ভেসে উঠে, ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৩।’

আরো পড়ুন:

গত জুলাই মাসের শুরুতে মহিশূরের একটি আবাসিক হোটেল একসঙ্গে ছিলেন নরেশ-পবিত্রা। এ খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে হাজির হন নরেশের তৃতীয় স্ত্রী রামায়া। এখানেই শেষ নয়, নরেশ বাবুকে প্রকাশ্যে জুতাপেটা করেন রামায়া। আর সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়।

অনেক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পবিত্রা লোকেশ ও নরেশ বাবু। তাদের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আন্টি সুন্দরানিকি’। তেলেগু ভাষার এ সিনেমা গত ১০ জুন মুক্তি পায়। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন নানি।

দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন পবিত্রা লোকেশ। ব্যক্তিগত জীবনে সুচেন্দ্র প্রসাদের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। এ সংসারে তার দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়