এবার ওটিটি প্ল্যাটফর্মে আফফান মিতুল
বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা আফফান মিতুল। এবার নাম লেখালেন ওটিটি প্ল্যাটফর্মে। দুটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি।
‘অপলাপ’ শিরোনামে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মোহাম্মদ আলী মুন্না। এর চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। আফফান মিতুল ছাড়াও এতে আরো অভিনয় করেছেন— চিত্রনায়িকা নিপুণ, জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়াংকা উরবি প্রমুখ। খুব শিগগির এটি দীপ্ত প্লেতে মুক্তি পাবে।
মিতুল অভিনীত ওয়েব সিরিজের নাম ‘হারাধনের দশটি ছেলে’। এটি নির্মাণ করেছেন মাসউদ যাকারিয়া সাবিন। মিতুল ছাড়াও এতে অভিনয় করেছেন— রোশান, স্পর্শিয়া, এফ এস নাইম, আহসান হাবিব নাসিম, সাব্বির আহমেদ প্রমুখ। খুব শিগগির টফি অ্যাপসে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।
আফফান মিতুল অভিনীত ৪টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এগুলো হলো— ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘হরিজন’, ‘পাগলের মতো ভালোবাসি’ এবং ‘গন্তব্য’। তা ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে রয়েছে আফফান মিতুলের অর্ধ ডজন সিনেমা। যেমন— ‘আদম’, ‘ময়না’, ‘ময়ূরাক্ষী’, ‘কাকতাড়ুয়া’, ‘চটপটি’ এবং ‘নিশ্চুপ ভালোবাসা’।
সিনেমা-ওটিটি দুই মাধ্যমেই সমানতালে কাজ করতে চান আফফান। বেশ কয়েকটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলতি বছরে এসব সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। শুটিং শেষ করে এসব সিনেমার বিষয়ে জানাতে বলেও জানান আফফান।
ঢাকা/শান্ত