ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

রোমান্স করবেন সাই পল্লবী-প্রভাস!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৫ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৮:৪০, ৫ জানুয়ারি ২০২৩
রোমান্স করবেন সাই পল্লবী-প্রভাস!

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী। ন্যাচারাল অভিনয়ে তার দারুণ খ্যাতি রয়েছে। অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির না হলেও দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এবার ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সাই পল্লবী।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমবারের মতো মেধাবী পরিচালক সুকুমারের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন প্রভাস। গ্যাংস্টারের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। ‘ভবানি’ শিরোনামের এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য সাই পল্লবীর সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক। অন্ধ্রপ্রদেশের রায়ালিসীমায় সিনেমাটির দৃশ্যধারনের কাজ হবে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘ন‌্যাচারাল অভিনয়ে সাই পল্লবীর দারুণ খ‌্যাতি রয়েছে। চরিত্র বাছাইয়ের ক্ষেত্রেও খুবই খুতখুতে। সাই পল্লবী যদি প্রভাস-সুকুমারের টিমে যুক্ত হন তবে এ সিনেমায় নতুন মাত্রা যোগ করবে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটিতে রোমান্স করবেন প্রভাস-সাই পল্লবী।’

আরো পড়ুন:

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। গৌতম রামচন্দ্রন পরিচালিত এ সিনেমা গত বছরের ১৫ জুলাই মাসে মুক্তি পায়। তা ছাড়াও একই বছরে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন এই নায়িকা। বর্তমানে তামিল ভাষার ‘এসকে২৪’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়