ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

পরিবারের সঙ্গে জন্মস্থানে অন্যরকম সাই পল্লবী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:৩৬, ৯ জানুয়ারি ২০২৩
পরিবারের সঙ্গে জন্মস্থানে অন্যরকম সাই পল্লবী

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী। ন‌্যাচারাল অভিনয়ে তার দারুণ খ‌্যাতি রয়েছে। অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির হতেও দেখা যায়নি তাকে। গ্ল্যামারাস চরিত্র ও খোলামেলা পোশাক না পরেও দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন সাই পল্লবী।

কাজের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটান ‘প্রেমাম’খ্যাত সাই পল্লবী। বাবা-মা ও ভাই-বোনকে সঙ্গে নিয়ে প্রকৃতির কাছে চলে যেতে দেখা গেছে তাকে। তামিল নাড়ুর কোবাইতে এ অভিনেত্রীর জন্ম। এবার পরিবারের সঙ্গে নিজের জন্মস্থানে গেলেন এই অভিনেত্রী। আনন্দঘন এসব মুহূর্তের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়; যা এখন অন্তর্জালে ভাইরাল।

আরো পড়ুন:

এসব ছবিতে সাদা রঙের শাড়িতে অন্য রূপে ধরা দিয়েছেন সাই পল্লবী। স্থানীয় বাডুগা স্টাইলে শাড়িটি পরেছেন তিনি। তার সঙ্গে তার বোন পূজা, ভাই জিতুসহ অনেককে দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি পরিবারের সঙ্গে নিজের জন্মস্থানে গিয়েছিলেন সাই পল্লবী। পরিবারের রীতি অনুসারে স্থানীয় মন্দিরে গিয়েছিলেন পরিবারের সবাই। সেখানে হেথাই হেব্বা উৎসবেও যোগ দিয়েছিলেন তিনি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। এটি পরিচালনা করেন গৌতম রামচন্দ্রন। গত বছরের ১৫ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে ‘এসকে২৪’ শিরোনামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়