ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

ইশরাত নিশাত নাট্য পুরস্কারের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ১১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:০৪, ১১ জানুয়ারি ২০২৩
ইশরাত নিশাত নাট্য পুরস্কারের মনোনয়ন পেলেন যারা

ইশরাত নিশাত নাট্য পুরস্কার-২০২২ এর জন্য মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ ঘোষণা দেন জুরি বোর্ডের প্রধান প্রফেসর আব্দুস সেলিম।

ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির সমন্বয়ক সেলিনা শেলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ম. হামিদ, লাকী ইনাম, গোলাম কুদ্দুস, মাসুম রেজা ও ইউসুফ হাসান অর্ক প্রমুখ।
আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাটশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নাটকের ৮টি শাখায় এ পুরস্কার প্রদান করা হবে। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ।

আরো পড়ুন:

মনোনয়ন পেলেন যারা- 
শ্রেষ্ঠ নাট্যকার : ১. বদরুজ্জামান আলমগীর, নাটক- পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ২. মাসুম রেজা, নাটক- পারাপার (দেশ নাটক), ৩. আবদুস সেলিম, নাটক- রাইজ এন্ড সাইন (বটতলা)। 

শ্রেষ্ঠ আলোক পরিকল্পনা : ১. অম্লান বিশ্বাস, নাটক- পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ২. মোহাম্মদ আলী হায়দার, নাটক রাইজ এন্ড সাইন (বটতলা), ৩. অম্লান বিশ্বাস, নাটক- রায়মঙ্গল (অনুস্বর)। 

শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ) ১. প্রশান্ত হালদার, নাটক- রায়মঙ্গল (অনুস্বর), ২. খালিদ হাসান রুমি, নাটক মাংকি ট্রায়াল (বাতিঘর), ৩. সুকর্ণ হাসান, নাটক- রাজদ্রোহী (এথিক)। 

শ্রেষ্ঠ অভিনেতা : (নারী) ১. সঙ্গীতা চৌধুরী, নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ২. মনামী ইসলাম কনক, নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ৩. কাজী রোকসানা রুমা, নাটক রাইজ এন্ড সাইন (বটতলা)। 

শ্রেষ্ঠ নির্দেশক: মুক্তনীল, নাটক মাংকি ট্রায়াল (বাতিঘর), ২. ইউসুফ হাসান অর্ক নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ৩. ফাহিম মালেক ইভান, নাটক পারাপার (দেশ নাটক)। 

শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পনা: ১. শিশির রহমান ও অন্যান্য, নাটক মলুয়া (মেঠোপথ থিয়েটার), ২. সেলিম মাহবুব, নাটক-মাধব মালঞ্চী (থিয়েটার আর্টস ইউনিট), ৩. ইউসুফ হাসান অর্ক, নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র)। 

শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পনা: ১. ফজলে রাব্বি সুকর্ন, নাটক সে এক স্বপ্নের রাত (দৃষ্টিপাত নাট্যদল), ২. ইউসুফ হাসান অর্ক, নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ৩. মুজিবুল হক, নাটক মলুয়া (মেঠোপথ থিয়েটার)। 

শ্রেষ্ঠ প্রযোজনা: ১. মাংকি ট্রায়াল (বাতিঘর), ২. পূণ্যাহ (নাট্যকেন্দ্র) ও ৩. পারাপার (দেশ নাটক)।

বাংলাদেশের মঞ্চ নাটকের দীর্ঘ অভিযাত্রায় যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম ইশরাত নিশাত, যিনি প্রয়াত হয়েছেন গত ২০ জানুয়ারি ২০২০ এর প্রথম প্রহরে। তিনি ছিলেন থিয়েটার অন্তপ্রাণ, আমৃত্যু কাজ করে গেছেন শুধুমাত্র থিয়েটারের জন্য। তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে মর্যাদাপূর্ণ নাট্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

/আরিফ/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়