ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

খোলামেলা পোশাকে নেকলেস পরে বিতর্কে তাপসী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২১ মার্চ ২০২৩   আপডেট: ১০:৪১, ২১ মার্চ ২০২৩
খোলামেলা পোশাকে নেকলেস পরে বিতর্কে তাপসী

কোঁকড়া চুলগুলো ছেড়ে দেওয়া। চোখে-মুখে হাসির ঢেউ খেলছে। গলায় শোভা পাচ্ছে নেকলেস। পরনে লাল রঙের ডিপ নেক গাউন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবিতে এমন রূপে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

সদ্য সমাপ্ত ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার মণীষ জয়সিংয়ের ডিজাইন করা এই পোশাকে ফ্রেমবন্দি হন তাপসী। সবকিছু ঠিকই ছিল কিন্তু তাপসীর গলার নেকলেস নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনরা। বলা যায়, এ নিয়ে তোলপাড়া চলছে। কারণ নেকলেসে হিন্দুদেবীর ভাস্কর্য রয়েছে।

একজন লিখেছেন, ‘এই ধরণের অশ্লীল ছবিতে মা লক্ষ্মীকে গলায় ধারণ, সরাসরি হিন্দু ধর্মের অপমান।’ কপিল নামে একজন লিখেছেন, ‘লজ্জা লাগে না হিন্দু ধর্মের অপমান করে।’ তাপসীর শাস্তি দাবি করে একজন লিখেছেন, ‘এই ধরনের অশ্লীল পোশাকের সঙ্গে মা লক্ষ্মীর নেকপিস পরতে আপনার বিবেকে বাঁধল না। এদের শাস্তি হওয়া দরকার।’ বিষয়টি নিয়ে জোর বিতর্ক চললেও মুখে কুলুপ এঁটেছেন তাপসী।

আরো পড়ুন:

তাপসীর এ ছবি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে

তাপসীর হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তামিল ভাষার ‘জানা গানা মানা’, ‘অ্যালিয়েন’। হিন্দি ভাষার ‘ডানকি’, ‘ও লাড়কি হ্যায় কাহা’।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়