ছেলের জন্মদিনে কেক কাটলেন শাকিব-বুবলী
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ঘরোয়াভাবে পালন করলেন শাকিব-বুবলী। এ সময় দুজন কেকে কেটে জন্মদিন উদযাপন করেন।
গতকাল ২১ মার্চ ছিল আলোচিত চিত্রনায়ক শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। বিশেষ এই দিনটিতে ঘরোয়া পরিবেশে শাকিব খানের বাবা-মা ও বোনের উপস্থিতিতে কেক কাটা হয়।
এর আগে গতকাল শাকিব খান তার ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’
সন্তানের জন্মদিন উপলক্ষ্যে বুবলীও একটি পোস্ট দিয়েছেন। বুবলী লিখেছেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’
এর আগে শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে ঘরোয়া আয়োজনে দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখা গেছে। আব্রাম খান জয় শাকিব খানের বড় ছেলে।
রাহাত//