ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মুখোমুখি নানি-অজয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২৩ মার্চ ২০২৩   আপডেট: ১৮:০৮, ২৩ মার্চ ২০২৩
মুখোমুখি নানি-অজয়

বলিউড অভিনেতা অজয় দেবগনের পরবর্তী সিনেমা ‘ভোলা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। অন্যদিকে, তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নানির ‘দসরা’ সিনেমাও একই দিনে মুক্তি পাবে।

মুক্তি উপলক্ষে অজয়-নানি আপাতত প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু একই দিনে এ দুটো সিনেমা মুক্তি পাওয়ায় বক্স অফিসে মুখোমুখি হবেন এই দু্ই তারকা। এ নিয়ে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর আলোচনা চলছে। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নানি।

নানি বলেন, ‘‘আমার প্রথম হিন্দি সিনেমা ‘মাক্ষ্মি’। এ সিনেমার প্রচারের কাজে যখন মুম্বাই আসি, ওই সময়ে অজয় স্যার আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। এখন আমার একই অনুভূতি হচ্ছে। আগামী ৩০ মার্চ আমরা একসঙ্গে আসছি। আমি যদি মুম্বাইয়ে থাকি তবে আগে অজয় স্যারের ‘ভোলা’ দেখব, তারপর ‘দসরা’।’’

আরো পড়ুন:

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘দসরা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ‘ভোলা’ সিনেমা প্রযোজনাও করছেন অজয়। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন— টাবু, অমলা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়